Image description

ফুটবলের বিশ্বসেরা একাদশ মানেই ব্রাজিলিয়ান আর আর্জেন্টাইনদের আধিপত্য। এটাই যেন চিরাচরিত নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। ফুটবল দুনিয়ার সেই অলিখিত রীতে এবার ছেদ পড়ল।

 

সবাইকে অবাক করে আইএফএফএইচএসের (ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকস) ২০২৫ সালের বিশ্বসেরা একাদশে নেই কোনো আর্জেন্টাইন ও ব্রাজিলিয়ান ফুটবলারের নাম!


সেরা একাদশে ফরাসি ক্লাব পিএসজির ফুটবলারই রয়েছে ছয়জন—জিয়ানলুইজি দোন্নারুম্মা, আশরাফ হাকিমি, উইলিয়াম পাচো ও নুনো মেন্দেজ। মাঝমাঠে বার্সেলোনার লামিনে ইয়ামাল ও পেদ্রির সঙ্গে রয়েছেন পিএসজির ভিতিনিয়া। রিয়াল ও বায়ার্ন থেকে জায়গা পেয়েছেন একজন করে।

আইএফএফএইচএস সেরা একাদশে জায়গা পেয়েছে—ইতালি, মরক্কো, ইকুয়েডর, পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও নরওয়ের ফুটবলাররা। ফ্রান্স, স্পেন ও পর্তুগালের দুজন করে খেলোয়াড় জায়গা পেয়েছেন একাদশে।

আইএফএফএইচএস বিশ্বসেরা একাদশ

গোলরক্ষক : জিয়ানলুইজি দোন্নারুমা (ম্যানসিটি)
ডিফেন্ডার : নুনো মেন্ডেস (পিএসজি), উইলিয়ান প্যাচো (পিএসজি), আশরাফ হাকিমি (পিএসজি)।
মিডফিল্ডার : ভিতিনহা (পিএসজি), পেদ্রি (বার্সেলোনা), লামিনে ইয়ামাল (বার্সেলোনা)।
ফরোয়ার্ড : কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ), আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), উসমান দেম্বেলে (পিএসজি)।