Image description

লিওনেল মেসির আরেকটি রেকর্ড ভেঙে দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল আখদুদের বিপক্ষে জোড়া গোল করে অনন্য এক কীর্তি গড়েছেন পর্তুগিজ মহাতারকা। 

প্রায় এক মাস বিরতির পর লিগে ফিরেই আল আখদুদের বিপক্ষে ৩-০ গোলের জয় পায় আল নাসর। রোনালদো করেন জোড়া গোল। এর মাধ্যমে তিনি চলতি বছরে মোট ৪০টি গোল পূর্ণ করেন। এর মধ্যে ৩২টি গোল এসেছে ক্লাব পর্যায়ে।

এই নিয়ে পেশাদার ফুটবলে এক পঞ্জিকা বর্ষে ১৪ বার অন্তত ৪০টি গোল করলেন রোনালদো। তার চিরপ্রতিদ্বন্দ্বী মেসি এটা করতে পেরেছেন ১৩ বার। ২০২৩ সাল পর্যন্ত সমান ১২ বার বছরে ৪০ বা এর বেশি গোল করেছিলেন ফুটবলের দুই মহাতারকা। এবার তাকে ছাড়িয়ে গেলেন সিআর সেভেন।