Image description

মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা-১৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান।

সোমবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে স্থাপিত রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এসময় ব্যারিস্টার আরমান বলেন, আপনারা সবাই ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাইয়ের আন্দোলনে রাস্তায় নেমেছিলেন বলে আমি মুক্ত হতে পেরেছি। আমাদের এবারের সংগ্রাম দুর্নীতি, কালো টাকা, পেশিশক্তির বিরুদ্ধে সংগ্রাম। এই সংগ্রামে আমরাই বিজয়ী হব।‌