বাঁ হাঁটুর মেনিসকাস ছিঁড়ে যাওয়ার কারণে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে যাচ্ছেন নেইমার। আজ সোমবার এই অস্ত্রোপচার হওয়ার কথা ব্রাজিলিয়ান তারকার।
৩৩ বছর বয়সী সান্তোস ফরোয়ার্ড রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন, যেখানে তাঁকে দক্ষিণ-পূর্ব ব্রাজিলের শহর বেলো হরিজোন্তের একটি হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় দেখা যায়। ছবিটি থেকেই অস্ত্রোপচারের প্রস্তুতির বিষয়টি স্পষ্ট হয়েছে। সংবাদমাধ্যমের তথ্যমতে, ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রোদ্রিগো লাসমার এই অস্ত্রোপচার পরিচালনা করবেন। সফলভাবে অপারেশন সম্পন্ন হলে মাঠে ফিরতে নেইমারের প্রায় চার সপ্তাহ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
একই সঙ্গে চলতি সপ্তাহেই সান্তোস ক্লাবের সঙ্গে চুক্তি নবায়নের বিস্তারিত শেষ করতে পারবেন, যেহেতু বর্তমান চুক্তি ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। ক্লাবের পক্ষ থেকে আশা করা হচ্ছে, নেইমার অন্তত ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত নেইমার থাকবেন সান্তোসে। নেইমারের ব্যক্তিগত মূল লক্ষ্যও আগামী বছর ব্রাজিল জাতীয় দলের হয়ে বিশ্বকাপে খেলা।
গত শনিবার রাতে "টার্ডেজিনহা" অনুষ্ঠানে স্টেজে উঠে নেইমার কোচ কার্লো আনচেলত্তিকে জানিয়ে দিয়েছেন, ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের জন্য তিনি “অসম্ভবকেও সম্ভব করতে” প্রস্তুত। ‘ব্রাজিলে বিশ্বকাপ ফিরিয়ে আনতে যা যা সম্ভব, আমরা সবই করব। এমনকি অসম্ভবকেও সম্ভব করার চেষ্টা করব। না হলে জুলাইতে (বিশ্বকাপের পর) আপনারা এ নিয়ে আমাকে ধরবেন। আনচেলত্তি, আমাদের একটু সাহায্য করুন...ফাইনালে উঠতে পারলে কথা দিচ্ছি গোল করবই!’
নেইমার নিজেকে বিশ্বকাপে দেখলেও কাজটা মোটেও সহজ নয়। মে মাসে আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর চোটের কারণে নেইমারকে একবারও দলে ডাকেননি। এই মৌসুমে ২৮ ম্যাচে ১১ গোল আর ৪টি অ্যাসিস্ট থাকলেও ফিটনেস নিয়ে প্রশ্ন থেকেই গেছে। আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে বিশ্বকাপের আসর। তার আগে ব্রাজিল প্রীতি ম্যাচ খেলবে মাত্র দুটি—মার্চে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে।
ফেব্রুয়ারিতে সুস্থ হয়ে ফেরার পর আনচেলত্তির মন জয় করার জন্য নেইমার হাতে সময় পাবেন বড়জোর মাসখানেক। ২৬ মার্চ বোস্টনে ফ্রান্স আর ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দুটিই হতে যাচ্ছে নেইমারের জন্য ‘অগ্নিপরীক্ষা’। সেখানে সুযোগ পেতে হলে নেইমারকে শুধু ফিট থাকলেই হবে না, পুরোনো সেই জাদুকরি রূপেও ফিরতে হবে।
আজকের অস্ত্রোপচারের কারণে নেইমার প্রায় এক মাস মাঠের বাইরে থাকবেন এবং সান্তোসের মৌসুমের সূচনার অংশ মিস করবেন। পাউলিস্তা চ্যাম্পিয়নশিপ শুরু ১১ জানুয়ারি।