অ্যাশেজে আবারও ব্যাট হাতে জ্বলে উঠলেন ট্রাভিস হেড। ঘরের মাঠে তার দানবীয় ব্যাটিংয়ে ইংল্যান্ডের ওপর রানের পাহাড় চাপাচ্ছে অস্ট্রেলিয়া। আজ শুক্রবার স্বাগতিক দল তৃতীয় দিন শেষ করেছে ৪ উইকেটে ২৭১ রান নিয়ে। এতে তাদের লিড হয়েছে ৩৫৬ রান। দেড়শর কাছাকাছি গিয়ে অপরাজিত আছেন ট্রাভিস হেড। সিরিজে এখন ২-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।
অ্যাডিলেডে দিনের শুরুতে প্রথম ইনিংসে ২৮৬ রানে অল-আউট হয়ে যায় ইংল্যান্ড। আগের দিন তারা দিন শেষ করেছিল ৮ উইকেটে ২১৩ রানে। লোয়ার অর্ডারে ১০৫ বলে ৫১ রান করেন পেসার জোফরা আর্চার। ৯ম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে বেন স্টোকস করেন ১৯৮ বলে ৮৩ রান। ইংলিশদের ইনিংসে পঞ্চাশোর্ধ স্কোর এই দুটিই। অজিদের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স এবং আরেক পেসার স্কট বোল্যান্ড। দুটি নিয়েছেন নাথান লায়ন।
এর জবাবে দ্বিতীয় ইনিংস শুরু করে স্কোরবোর্ডে ৮ রান যোগ হতেই জ্যাক ওয়েদারল্যা্ডকে (১) হারায় অস্ট্রেলিয়া। মার্নাস লাবুশেনও ফিরে যান ১৩ রান করে। উসমান খাজার সঙ্গে ট্রাভিস হেডের ৮৬ রানের পার্টনারশিপ দলকে টেনে তোলে। প্রথম ইনিংসে সেঞ্চুরি মিস করা উসমান খাজা এবার ফিফটি মিস করেন। আউট হন ৫১ বলে ৪০ রান করে। তবে ট্রাভিস হেড এই ভুল করেননি। ৭২ বলে তুলে নেন ফিফটি।
অস্ট্রেলিয়ার এই বিস্ফোরক ওপেনার ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করতেও সময় নেননি। ১৪৬ বলে ৮ চার ২ ছক্কায় তুলে নেন টেস্ট ক্যারিয়ারের একাদশ সেঞ্চুরি, চলতি অ্যাশেজে দ্বিতীয়। দিনশেষে তিনি অপরাজিত আছেন ১৯৬ বলে ১৩ চার ২ ছক্কায় ১৪২ রানে। তার সঙ্গী অ্যালেক্স ক্যারি ৯১ বলে ৫২ রানে অপরাজিত আছেন। দুজনের অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে এসেছে ১৭৫ বলে ১২২ রান। ইংল্যান্ডের হয়ে দুটি উইকেট নিয়েছেন জশ টং।