Image description

আততায়ীর গুলিতে নিহত জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দাফন ঢাকাতেই হবে বলে জানিয়েছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টা ৩৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড আইডি থেকে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন তিনি।

 

রাফে সালমান রিফাত লিখেছেন, ‘দুয়েকটা মিডিয়া প্রচার করছেন যে, হাদি ভাইয়ের দাফন তার গ্রামের বাড়িতে হবে। এতটুকু নিশ্চিত করছি যে, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের মোকাবেলায় জাতীয় আইকন আমাদের হাদি ভাইয়ের দাফন ঢাকাতেই হবে। কেউ বিভ্রান্ত হবেন না।’

 

এদিকে আজ সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ শরিফ ওসমান হাদির মরদেহ ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। ইতোমধ্যে সিঙ্গাপুর থেকে মরদেহ নিয়ে যাত্রা শুরু করেছে একটি ফ্লাইট।