Image description

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে অভিষেক হয়েছে রিশাদ হোসেনের। সিনডি থান্ডারের বিপক্ষে মাঠে নামছে রিশাদের হোবার্ট হারিকেন্স। এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে হোবার্ট।

 ইনিংসের পঞ্চম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে আসেন রিশাদ। কোন বাউন্ডারি ছাড়া ৬ রান খরচ করেন তিনি।

 
এর আগে সাকিব আল হাসান বিগ ব্যাশে খেলেছিলেন। সর্বশেষ তিনি মাঠে নেমেছিলেন ২০১৫ সালের ১৯ জানুয়ারি। এর প্রায় ১১ বছর পর কোনো বাংলাদেশি ক্রিকেটার বিগ ব্যাশে খেলছেন। এদিন মাইলফলকের ম্যাচ খেলছেন বেন ম্যাক ডারমটও। তিনি হোবার্টের হয়ে শততম ম্যাচে মাঠে নামছেন।
 
সিডনি থান্ডার (একাদশ)- স্যাম কনস্টাস, ম্যাথিউ গিলকেস, ক্যামেরন ব্যানক্রফট, অলিভার ডেভিস, স্যাম বিলিংস (উইকেটকিপার), শাদাব খান, ড্যানিয়েল স্যামস, ক্রিস গ্রিন (অধিনায়ক), নাথান ম্যাকঅ্যান্ড্রু, তানভীর সাঙ্গা ও রিস টপলি।

হোবার্ট হারিকেন্স (একাদশ)- মিচেল ওয়েন, নিখিল চৌধুরী, রেহান আহমেদ, বেন ম্যাকডারমট, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), ক্রিস জর্ডান, নাথান এলিস (অধিনায়ক), রিশাদ হোসেন, রাইলি মেরেডিথ ও বিলি স্ট্যানলেক।