এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে এক পায়ে সাঁতরে স্বর্ণসহ দুটি পদক জিতেছেন বাংলাদেশের মো. শহিদুল্লাহ। দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে স্বর্ণ এবং ১০০ মিটার ফ্রিস্টাইলে ব্রোঞ্জপদক অর্জন করেন তিনি।
এশিয়ান ইয়ুথ কিংবা সিনিয়র পর্যায়ে পদক জয়ে যেখানে বাংলাদেশের স্বাভাবিক ক্রীড়াবিদদের সংগ্রাম করতে হয়, সেখানে প্যারা গেমসের মঞ্চে ধারাবাহিক সাফল্য এনে দিচ্ছেন শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদরা। এবারের আসরে লাল-সবুজের ক্রীড়াবিদরা এখন পর্যন্ত দুটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জ পদক জিতেছেন।
এর আগে জ্যাভলিন থ্রো ইভেন্টে ১১ মিটার দূরত্বে নিক্ষেপ করে স্বর্ণপদক জিতে বাংলাদেশের পদকযাত্রার সূচনা করেন চৈতী রানী দেব। শনিবার সেই সাফল্যের ধারাবাহিকতায় যুক্ত হয় আরও তিনটি পদক। এর মধ্যে শহিদুল্লাহর দুটি এবং মেয়েদের হুইলচেয়ার বাস্কেটবল দলের একটি পদক রয়েছে।
এনপিসির মহাসচিব ড. মারুফ আহমেদ দুবাই থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ‘আমাদের প্রশিক্ষণ ছিল বিশ্বমানের। তাই ছেলে মেয়েরা নিজেদের পারফরম্যান্স মেলে ধরে দেশের জন্য পদক জিততে পেরেছে। দেশকে গর্বিত করেছে তারা। আগামীতেও তারা দেশের জন্য লড়ে পদক ছিনিয়ে আনবে বলে আমার বিশ্বাস।’
এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে পদক জেতা দলটি সোমবার সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে বলে জানান এনপিসির যুগ্ম মহাসচিব সানোয়ার হোসেন।