Image description

ভারতের ক্রিকেট তারকা রবীন্দ্র জাদেজার স্ত্রী এবং গুজরাটের মন্ত্রী রিভাবা জাদেজার এক মন্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। স্বামীর শৃঙ্খলা ও নৈতিকতার উদাহরণ তুলে ধরতে গিয়ে তিনি ভারতীয় ক্রিকেট দলের বাকি সদস্যদের নিয়ে বিতর্কিত বক্তব্য দেন। বিষয়টি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রিকেট মহলে আলোচনার ঝড় তুলেছে। খবর এনডিটিভির।

 

গুজরাটের দ্বারকায় আয়োজিত এক অনুষ্ঠানে রিভাবা জাদেজা ক্রিকেটারদের জীবনযাপন নিয়ে কথা প্রসঙ্গে বলেন, ‘আমার স্বামী জাদেজাকে লন্ডন, দুবাই ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে গিয়ে খেলতে হয়। এত কিছু সত্ত্বেও আজ পর্যন্ত সে কোনো ধরনের নেশা বা কু-অভ্যাসে জড়ায়নি। কারণ সে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন। দলের বাকি সদস্যরা এসব কু-অভ্যাসে জড়ালেও তাদের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।’

রবীন্দ্র জাদেজার স্ত্রী আরও বলেন, ‘আমার স্বামী ১২ বছর ধরে বাড়ির বাইরে। সে চাইলে যা খুশি করতে পারত, কিন্তু সে জানে তার নৈতিক দায়িত্ব কী।’

রিভাবা জাদেজার এই বক্তব্যের ‘দলের বাকি সবাই কু-অভ্যাসে জড়িত’ অংশটিই ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, ঢালাওভাবে এমন মন্তব্য ভারতীয় দল এবং আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে জাদেজার সতীর্থদের নেতিবাচকভাবে উপস্থাপন করছে। সমালোচকদের মতে, স্বামীর সংযমের প্রশংসা করতে গিয়ে তিনি অন্য ক্রিকেটারদের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছেন।