Image description

গত মৌসুমে দুর্দান্ত খেলেছেন মোহামেদ সালাহ। দাপট দেখিয়ে লিগ চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল। কিন্তু এবার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে বাজে সময় কাটছে রেডসদের। দায় মিশরীয় তারকা সালাহকে দিয়ে তাকে বেঞ্চে বসাতে শুরু করেছেন দলটির ডাচ কোচ আর্নে স্লট। 

বিষয়টি নিয়ে ক্ষোভ দেখিয়েছেন লিভারপুলের কিংবদন্তি সালাহ। রীতিমতো বোমা ফাঁটিয়েছেন তিনি। ক্লাবের অনেক কিছু থেকে, এখন কিছুই নন; এমন মন্তব্য করেছেন। যার প্রভাব আরও কঠোরভাবে পড়তে যাচ্ছে সালাহর ওপর। লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগের দল থেকেই বাদ পড়তে যাচ্ছেন দুটি লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী তারকা। 

 
 

সালাহ গোল না পাওয়ায় এবং দল ফল না পাওয়ায় সান্দারল্যান্ডের বিপক্ষে তাকে বেঞ্চে বসিয়ে বদলি নামানো হয়েছিল। ওয়েস্টহাম ও লিডসের বিপক্ষে মাঠেই নামানো হয়নি তাকে। বিয়ষটি নিয়ে সালাহ বলেছিলেন, ‘আমি ক্লাবের জন্য এতোকিছু করলাম, অথচ এখন আমাকে বেঞ্চে বসতে হচ্ছে। আমি জানিও না কেন। মনে হচ্ছে, ক্লাব আমাকে ছুড়ে ফেলেছে। 

এটা অত্যন্ত পরিষ্কার যে, কেউ একজন দলের ব্যর্থতার দায় আমার ওপর চাপাতে চাইছে। আমি আগে অনেকবার বলেছি, কোচের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। কিন্তু হঠাৎ করেই যেন তার সঙ্গে আমার কোন সম্পর্কই নেই। কেউ একজন আমাকে দলে চান না। অন্তত আমার এটাই মনে হচ্ছে এবং আমি কোন কারণও জানি না।’ 

এই মন্তব্যের পর দল থেকে বাদ পড়তে যাচ্ছেন সালাহ। ফুটবল বিষয়ক সংবাদ মাধ্যম গোল এমনটাই জানিয়েছে। মঙ্গলবার রাতে ইন্টার মায়ামির মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলবে লিভারপুল। রেডসদের ইতালির ফ্লাইটে নাকি সালাহর জায়গা হচ্ছে না। অর্থাৎ প্রথমে বদলি, পরে পুরোপুরি বেঞ্চ গরম করার পর সালাহ এখন দলেই থাকছেন না। 

সংবাদ মাধ্যম এরই মধ্যে জানুয়ারির শীতকালীন দলবদলের বাজারে সালাহর ক্লাব ছাড়ার সম্ভাবনার কথা বলেছে। দি সান জানিয়েছে, সৌদি প্রো লিগের আল হিলাল ও আল ইত্তিহাদ তাকে দলে নেওয়ার প্রস্তাব প্রস্তুত করছে। অথচ গত মৌসুমেই মোটা অঙ্কের বেতনের প্রস্তাব নাকচ করে লিভারপুলের সঙ্গে নতুন চুক্তি নবায়ন করেছেন সালাহ।