ক্যারিয়ারসেরা ৮৩ রানের ইনিংস খেললেন তাওহিদ হৃদয়। তবে সেটা দলের হারের ব্যবধানই কমিয়েছে, দলকে জেতাতে পারেনি। বাংলাদেশ ম্যাচটা হেরেছে ৩৯ রানের বিশাল ব্যবধানে।
আইরিশদের বিপক্ষে ১৮৩ রান তাড়া করতে গিয়ে বাংলাদেশ ৫ রান তুলতেই হারায় ৩ উইকেট। চতুর্থ ওভারে পঞ্চম ব্যাটার হিসেবে ক্রিজে আসতে হয় হৃদয়কে। এমন পরিস্থিতিতে এশিয়া কাপেও পড়তে হয়েছে তাকে। পাকিস্তান ম্যাচে তিন নম্বরে নেমে তিনি আউট হয়েছিলেন সিঙ্গেল ডিজিটে। তবে এবার ইনিংস গড়ার বিস্তর সময় পেয়ে খেললেন ক্যারিয়ারসেরা ইনিংসটা।
বিপিএলেও তিনি ওপরের দিকেই ব্যাট করেন। জাতীয় দলেও এই সুযোগটা চান কি না, সে প্রশ্নের জবাবে হৃদয় বলেন, ‘আমার কাছে তো এরকম মনে হয়নি (ওপরের দিকে ব্যাট করতে হবে)। কারণ ক্রিকেট খেলা তো শুধু আমার একার খেলা নয়। যেহেতু এটা দলীয় খেলা, এই মুহূর্তে ওপরের দিকে খেলার মতো আসলে কোনো জায়গা আমার নেই। আপনারা অনেকে হয়তো ভাবেন, আমি দলে থাকার মতোও নই। তো ভাই, আমি যেখানে আছি, ভালো আছি।’
ওপরের দিকে যারা ব্যাট করেন, তারাও বেশ ভালোই করছেন, অভিমত হৃদয়ের। তিনি বলেন, ‘(ওপরে) যারা আছে, ওরা অনেক ভালো টাচে আছে। সবাই খুব ভালো শেইপে আছে। পারফর্মও করছে, যদি আপনারা ভালোভাবে দেখেন। দিনশেষে, এত আফসোসের কিছু নাই। এটা পার্ট অফ লাইফ। চেষ্টা করি যখন যেখানে সুযোগ পাই, যতটুকু অবদান রাখতে পারি দলের জন্য।’
এশিয়া কাপে দলের মিডল অর্ডার মুখ থুবড়ে পড়েছে প্রায় প্রতি ম্যাচেই। এরপরও দৃশ্যটা বদলায়নি। তবে দলের উন্নতির জন্য শুধু মিডল অর্ডার নয়, সব জায়গায় উন্নতি প্রয়োজন, জানালেন হৃদয়। তিনি বলেন, ‘শুধু মিডল অর্ডার নয়, টপ টু বটম সব জায়গায় উন্নতির জায়গা আছে আমাদের। যখন উন্নতিটা হবে, তখন আমরা আশা করি ভালো কিছু করব।’