Image description

পর্তুগাল ও অস্ট্রিয়া দুই দলের সামনে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জেতার হাতছানি ছিল। তবে জিতেছে ক্রিস্তিয়ানো রোনালদোর উত্তরসূরিরাই। রাতে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরে উতসব করেছে পর্তুগাল।

কাতারের খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে খেলা। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় পর্তুগাল। বল দখলে ও আক্রমণে এগিয়ে ছিল পর্তুগাল।

ম্যাচের ৩২ মিনিটে আনিসিও কাব্রালের গোলে এগিয়ে যায় পর্তুগাল। ডানদিক থেকে কুনহা নিখুঁত পাস বাড়ান কাব্রালকে, বাঁ-পায়ের আলতো টোকায় গোল করে দলকে এগিয়ে নেন তরুণ ফরোয়ার্ড। বিরতির আগে সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি পর্তুগাল।

দ্বিতীয়ার্ধে কয়েকটি পরিষ্কার সুযোগ তৈরি করে অস্ট্রিয়া। কিন্তু পর্তুগালের দুর্ভেদ্য রক্ষণে বাধাপ্রাপ্ত হতে হয়েছে। এছাড়া হোপম্যানের মিডফিল্ড থেকে নেওয়া শট কিংবা নুদুকের হেড লক্ষ্যে থাকেনি।

শেষ পরযন্ত প্রথমবারের মতো অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ নিশ্চিত হয় পর্তুগালের।