বাবর আজম ও শাহিবজাদা ফারহানের ব্যাটিং তাণ্ডবে পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর। জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে ৫ উইকেট হারিয়ে ১৯৫ রান করেছে পাকিস্তান।
রোববার পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করে স্বাগতিকরা। প্রথমে ব্যাট করেতে নেমে ২.৩ ওভারে দলীয় ২৯ রানে আউট হন সাইম আইয়ুব। তিনি ৮ বলে ১৩ রান করে ফেরেন।
ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে শাহিব জাদা ফারহানের সঙ্গে ৭৭ বলে ১০৩ রানের জুটি গড়েন সাবেক অধিনায়ক বাবর আজম। ১৫.২ ওভারে দলীয় ১৩২ রানে আউট হন ফারহান। তার আগে ৪১ বলে চারটি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৬৩ রান করেন শাহিবজাদা ফারহান।
চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে রান আউট হয়ে ফেরেন ফাহিম আশরা (৩)। ১৮ তম ওভারে আউট হন বাবর আজম। তিনি ৫২ বল মোকাবেলা করে ৭টি চার আর দুটি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৭৪ রান করেন।
ইনিংসের একিবারে শেষ দিকে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালিয়ে ১০ বলে এক চার আর তিন ছক্কায় ২৭ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে পৌঁছে দেন দুইশ রানের কোটায়।