বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্বেই থাকছেন মোহাম্মদ সালাউদ্দিন। আয়ারল্যান্ড সিরিজের আগে পদত্যাগপত্র জমা দিলেও শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে তাকে দায়িত্বে বহাল থাকতে রাজি করানো গেছে। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যম।
আয়ারল্যান্ড সিরিজ শুরুর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন সালাউদ্দিন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবিও তার পদত্যাগ গ্রহণের বিষয়টি জানিয়েছিল। তবে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশের বাইরে থাকায় সে সময়ে জানানো হয়েছিল, বিষয়টি পুনরায় আলোচনা করা হবে।
এ নিয়ে বিসিবির এক পরিচালক জানান, ‘সালাউদ্দিন আবেগের বশে পদত্যাগ করেছিল। আমরা কথা বলেছি, সে জাতীয় দলের সঙ্গেই থাকছে।’
এদিকে আয়ারল্যান্ড সিরিজে ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দেওয়ার পরই পদত্যাগ করেন মোহাম্মদ সালাউদ্দিন। এক বছরের বেশি সময় ধরে প্রায় ৮ লাখ টাকা বেতনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কাজ করেন তিনি। পরে তার মেয়াদ বাড়িয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত করা হয়, তখন বেতন দাঁড়ায় প্রায় ৯ লাখ ৬১ হাজার টাকা। সব আলোচনার পর অবশেষে আগের পদেই থাকছেন দেশসেরা এই কোচ।