ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন-এমন ক্রিকেটার আছেন মোটে ১০ জন। সেই তালিকায় মুশফিকুর রহিমকে যেতে হলে আরও বেশ খানিকটা পথ এগোতে হবে। আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত ছিলেন ‘মিস্টার ডিপেন্ডঅ্যাবল’। দ্বিতীয় দিনের শুরুতেই স্ট্রাইকে থাকা মুশফিক শত রানের দেখা পান। ঐতিহাসিক শততম টেস্টে শতক পাওয়া ক্রিকেটারের ক্লাবে ঢুকে পরলেন বাংলাদেশি এই উইকেটরক্ষক ব্যাটার।
মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন শেষে প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২৯২ রান তুলে বাংলাদেশ। ইতিহাস গড়া টেস্টে মুশফিককে সঙ্গ দিচ্ছেন লিটন দাস। তিনিও আছেন ফিফটির অপেক্ষায়।
শততম টেস্টে সেঞ্চুরি হাঁকানো তালিকায় আছেন ইংল্যান্ডের তিনজন, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার দুজন করে ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এই কৃতিত্ব গড়েছেন গর্ডন গ্রিনিজ। সেই তালিকায় নাম লেখালেন মুশফিকও।
ধৈর্যশীল ইনিংসে মুশফিক চতুর্থ বাউন্ডারি মেরেছিলেন দিনের ৭৩তম ওভারে। গ্যাভিন হোইকি মিডিউইকেট দিয়ে মারা চারে ৬৭ থেকে ৭১তে পৌছান তিনি। পঞ্চম বাউন্ডারি মেরে ৮৪তম ওভারে ৯০ ছুয়ে ফেলেন মুশফিক। দিনের শেষ ওভারের শুরুতে তার রান ছিল ৯৭। স্ট্রাইকেও তিনি। হোইয়ের তৃতীয় বলে সিঙ্গেলস নিলে লিটন পান স্ট্রাইক। লিটন সিঙ্গেলস নিয়ে মুশফিককে স্ট্রাইক ফিরিয়ে দিলে পঞ্চম বলে সুইপ করেছিলেন তিনি। বলটা একটু উঠে গিয়েছিল। ধুক করে উঠেছিল ভক্তদের মন। ক্যাচ হয়ে গেলো না তো! তা হয়নি, ডিপ স্কোয়ারলেগে বল চলে গেলে সবাই ভেবেছিল ২ রান নিয়ে সেঞ্চুরিটা করে ফেলবেন মুশফিক। কিন্তু সিঙ্গেলস নেন তিনি। শেষ বলটা লিটন খেলে দেন।
এরআগে, সকালে টস জিতে ব্যাটিংয়ে দারুণ শুরু করে বাংলাদেশ। দুই ওপেনার ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। ম্যাকব্রাইনের শিকার হয়ে ৩৫ রানে ফেরেন সাদমান। এরপর ৩৪ রান করে সাজঘরের পথ দেখেন জয়। অধিনায়ক শান্তকে (৮) অল্পতেই পরাস্ত করেন ম্যাকব্রাইন। এরপর ইনিংসের চতুর্থ শিকারও তুলে নেন ম্যাকব্রাইন। আইরিশদের বাকিরা পাননি সাফল্য।
শীর্ষনিউজ