Image description

মোহাম্মদ নবীর বড় ছেলের নাম হাসান ঈশাখিল। বয়স ১৯ বছর। এরই মধ্যে চারটি প্রথম শ্রেণির ক্রিকেট খেলে দুটি সেঞ্চুরি পেয়ে গেছেন। ৫ ম্যাচের লিস্ট ‘এ’ ক্রিকেটে একটি করে সেঞ্চুরি ও ফিফটি আছে তার। টি-২০’র ব্যাটিংও খারাপ নয় তার।

আফগান ক্রিকেটের প্রথম তারকা নবী ছেলের সঙ্গে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। তার স্বপ্ন ছেলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট খেলা। ৪১ বছরের মোহাম্মদ নবীর ওই স্বপ্ন পূরণ হবে কিনা বলা কঠিন। তবে তিমুর লেস্তের পিত্রা-পুত্র সোহাইল সাত্তার ও ইয়াহইয়া সোহাইল একসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট খেলার কীর্তি গড়েছেন।

গত ৬ নভেম্বর ইন্দোনেশিয়ার বালিতে স্বাগতিকদের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে হয়েছে এই কীর্তি। এই ম্যাচে ১৮ বছরের ইয়াহইয়ার অভিষেক হয়েছে। তার সঙ্গে ব্যাটিংয়ে জুটি গড়ে খেলেছেন ৫০ বছর বয়সী তার বা সোহাইল সাত্তার।

ম্যাচে তাদের জুটি হয়েছিল নয় বলের। পিতা-পুত্র মিলে যোগ করতে পেরেছিলেন মাত্র ২ রান। ম্যাচে তিমুর শুরুতে ব্যাট করে ১৯ ওভারে ৬১ রান করে অলআউট হয়ে যায় তিমুর। তিনে নেমে বাবা সোহাইল সাত্তার ১৫ বলে এক ছক্কায় ১৪ রান করেন। পাঁচে নেমে ছেলে ইয়াহইয়া ৬ বলে ১ রান করে আউট হয়ে যান।

তিমুর অবশ্য ম্যাচটি ইন্দোনেশিয়ার কাছে ১০ উইকেটে হেরেছে। এর আগে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সুইজারল্যান্ডের মা-মেয়ে একসঙ্গে খেলেছেন। চলতি বছরই মেতি ফার্নান্দেজ ও নেইনা মেতি সাজু একসঙ্গে খেলেছেন।

ঘরোয়া ক্রিকেটে  পিতা-পুত্র প্রথমবার একসঙ্গে খেলেছেন আরও এক যুগ আগে। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি শিবনারায়ন চন্দ্রপল এবং তার ছেলে ত্যাগনারায়ন চন্দ্রপল একসঙ্গে ১১টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে ২০১৪ সালে পিতার নেতৃত্বে খেলেছেন ত্যাগনারায়ন।