Image description
 

মোহাম্মদ নাঈমকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন তানজিদ হাসান তামিম। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৮ বলে ৬১ রান করার মধ্য দিয়ে এই নজির গড়েন বাংলাদেশ দলের ওপেনার তানজিদ হাসান।

 

বাংলাদেশ দলের হয়ে টি-টোয়েন্টিতে এক বছরে সবচেয়ে রান করার রেকর্ড গড়েছেন তানজিদ। বাঁহাতি এই ওপেনার চলতি বছর ২৩ ইনিংসে ৬টি ফিফটির সাহায্যে ৬২২ রান করেন।

টি-টোয়েন্টিতে এর আগে বাংলাদেশের হয়ে এক বছরে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ওপেনার মোহাম্মদ নাঈমের। তিনি  ২০২১ সালে ২৬ ইনিংসে তিনটি ফিফটির সাহায্যে ৫৭৫ রান করেন।

তালিকায় নাঈমের পরের দুটি জায়গা লিটন দাসের। তিনি চলতি বছরে ২১ ইনিংসে ৪টি ফিফটির সাহায্যে ৫৬৪ রান করেন। 

এর আগে লিটন ২০২২ সালেও ৫০০ এর বেশি রান করেছিলেন। ২০২২ সালে ১৪০.২০ স্ট্রাইক রেটে তার রানসংখ্যা ছিল ৫৪৪। এক বছরে ৫০০ করা ব্যাটসম্যানদের তালিকায় বাংলাদেশের সর্বশেষ নামটা আফিফ হোসেনের। ২০২২ সালে আফিফ করেছিলেন ৫০০ রান, স্ট্রাইকরেট ছিল ১২৩.৭৬।

মুশফিক ও সাকিব টি–টোয়েন্টিতে কখনো এক বছরে ৪০০ রানও করতে পারেননি। এক বছরে সাকিবের সর্বোচ্চ রান ৩৪৯, করেছিলেন ২০২২ সালে। ২০১৮ সালে মুশফিক তাঁর সর্বোচ্চ ৩৯৭ রান করেন।