
এশিয়া কাপে ম্যাচ রেফারিকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে সরব হয়েছিল পাকিস্তান। এমনকি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে অভিযোগ জানানোর পাশাপাশি, টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর হুমকিও দিয়েছিল তারা। তবে শেষ পর্যন্ত সে পথে হাঁটছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এমনটাই জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম।
ভারতের বিপক্ষে দুবাইয়ে হওয়া ম্যাচে পাকিস্তান দাবি করে, আইসিসি নিযুক্ত ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট টসের সময় দুই অধিনায়ককে করমর্দন না করার নির্দেশ দেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে পিসিবি, আর এরই ধারাবাহিকতায় আইসিসির কাছে পাইক্রফটকে সরিয়ে দেওয়ার দাবি জানায় তারা।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘আইসিসি কোড অব কন্ডাক্ট ও ক্রিকেটের স্পিরিট ভঙ্গ করেছেন ম্যাচ রেফারি। আমরা তার অবিলম্বে অপসারণ চাই।’
এ ছাড়া আইসিসিকে চিঠিও পাঠায় পিসিবি।
কিন্তু ক্রিকেট বিষয়ক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, আইসিসি পাকিস্তানের দাবি মেনে নিতে রাজি নয়। পাইক্রফট এশিয়া কাপে আরও ম্যাচে দায়িত্ব পালন করবেন।
অবস্থার উত্তাপ আরও বাড়ায় ভারতের খেলোয়াড়দের ম্যাচ শেষে পাকিস্তানের সঙ্গে করমর্দন না করার ঘটনা। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, এ সিদ্ধান্ত ছিল সরকার ও বিসিসিআইয়ের নির্দেশনার সঙ্গে সঙ্গতিপূর্ণ। পাকিস্তান কোচ মাইক হেসন এটিকে হতাশাজনক আখ্যা দেন, আর অধিনায়ক সালমান আগা পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই উপস্থিত হননি।
সবশেষে যদিও হুমকি আর ক্ষোভ দেখালেও পাকিস্তান সরে দাঁড়াচ্ছে না। বরং বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তাদের গুরুত্বপূর্ণ ম্যাচের দিকেই এখন চোখ। সে ম্যাচের ফল নির্ধারণ করবে, সুপার ফোরে তাদের টিকিট মিলবে কি না।