Image description

জামায়াতে ইসলামীর সঙ্গে যুগপৎ আন্দোলনে যোগ দিয়েছে আরও তিনটি দল। এগুলো হলো—খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। মঙ্গলবার পৃথক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে দলগুলো।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, এই তিন দলও জামায়াত ও চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের মতো ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর জেলা-উপজেলায় বিক্ষোভ সমাবেশ করবে। 

নির্বাচনের আগেই সাংবিধানিক সংস্কার কার্যকরের মাধ্যমে জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, নির্বাহী লেভেল প্লেয়িং ফিল্ড, জুলাই গণহত্যার বিচার এবং জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের সহযোগী দলগুলোর কার্যক্রম নিষিদ্ধের দাবিতে সোমবার জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস তিন দিনের কর্মসূচি ঘোষণা করে। আগের দিন কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ খেলাফত মজলিস।

জামায়াত ও ইসলামী আন্দোলন সংসদের উভয়কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। দুই খেলাফত মজলিস সংসদের উচ্চকক্ষে পিআর চায়। মঙ্গলবার কর্মসূচি ঘোষণা করা খেলাফত আন্দোলনের সাত দফা দাবিতে পিআর নেই। উভয়কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জাগপা। নেজামে ইসলামের পাঁচ দফা দাবিতে নেই পিআর পদ্ধতি। তবে তিনটি দলই নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন চায়। আওয়ামী লীগের সহযোগীদের কার্যক্রম নিষিদ্ধ, গণহত্যার বিচার, লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি জানিয়েছে।

 

গত শনিবারের বৈঠকে জামায়াতের সঙ্গে এনসিপি, এবি পার্টি ও গণঅধিকার পরিষদও ছিল। এই তিনটি দলও ভোটের আগে সনদের বাস্তবায়নসহ চার দাবিতে একমত। তবে তারা উভয়কক্ষে পিআর চায় না। তাই যুগপৎ আন্দোলনে যোগ দেয়নি।

কামরাঙ্গীরচরের মারকাজুল খেলাফত মাদ্রাসায় সংবাদ সম্মেলনে খেলাফত আন্দোলন জানায়, ১৮ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ এবং ২৬ সেপ্টেম্বর দেশব্যাপী জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল করবে। 

কর্মসূচি ঘোষণা করে দলটির আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। এ সময় উপস্থিত ছিলেন মহাসচিব মাওলানা ইউসুফ সাদিকসহ জ্যেষ্ঠ নেতারা। দলটি বিদেশে পাচার করা অর্থ ফেরত আনা, নির্বাচনে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া এবং প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক নিয়োগ বাতিলেরও দাবি জানায়। বাকি চার দাবি জামায়াতের অনুরূপ।

পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবিতে নেজামে ইসলামের মহাসচিব মুসা বিন ইযহার। এতে দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা আবদুল মাজেদসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। 

পল্টনে কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাত দফা দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। এ সময় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য  বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সফিকুল ইসলাম প্রমুখ।