ফেনীতে জামায়াতের নির্বাচনী সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে। শুক্রবার ফজর নামাজের পর থেকে সদর উপজেলা ছাড়াও জেলার বাকী ৫টি উপজেলা থেকে দাঁড়িপাল্লা প্রতীকের মিছিল নিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে শুরু করেন।
দলটির আমীর ও ১১ দলীয় জোটের প্রধান ডা. শফিকুর রহমান হেলিকপ্টারযোগে ঢাকা থেকে এসে সকাল ১০টায় এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিবেন। তিনি ফেনীতে পৌঁছানোর পূর্বেই সমাবেশস্থল কানায় কানায় ভরে গেছে।
উক্ত জনসভায় অংশ নেবেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি আবু তাহের মোহাম্মদ মাসুম,ডাকসু ভিপি সাদিক কায়েম ও চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি,এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ,ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোতাসিম বিল্লাহ শাহেদী।
জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে এরই মধ্যে উক্ত সমাবেশে বক্তব্য দিয়েছেন ১১ দলের শরিকদল জাতীয় গণতান্ত্রিক পাটি (জাগপা) সভাপতি রাশেদ প্রধানসহ জেলা পর্যায়ের নেতাকর্মীরা।