Image description
 

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে পাকিস্তানি আধিপত্যবাদী শক্তিতে ফের গোলামিতে থাকবে মানুষ। নির্বাচিত সরকারের ক্ষমতা কুক্ষিগত হবে জামায়াত, এনসিপি আর অন্তবর্তীকালীন সরকারের হাতে। তাই না ভোটের মাধ্যমে বাঁচবে দেশ মিলবে মুক্তি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর-৩ নিজ সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণার উদ্দেশে নগরীর স্কাইভিউ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, গণভোটের দোহাই দিয়ে সংস্কারের নামে মুলা ঝুলিয়ে ক্ষমতায় থাকতে চায় সরকার। এর ফলে একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস বিসর্জন দিয়ে দেশ শাসনের নামে সাম্প্রদায়িকতা ও উদ্রবাদের বিস্তার ঘটাবে বলে আশঙ্কা তার।

এবারের নির্বাচন ইতিহাসের একটি খারাপ নির্বাচন হতে যাচ্ছে বলে জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, শেষ সময়েও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হচ্ছনা। ভোটের মাঠে সর্বোচ্চ সুবিধা ভোগ করছে জামায়াত বিএনপি। তবে বড় রাজনৈতিক দল হিসেবে আওয়ামীলীগকে বাহিরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে দাবি করেন কাদের। ভোটের মাঠে বাধা প্রদান করলেও দলটির সর্বত্র গণজোয়ার বইছে বলে জানান তিনি।