জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, আওয়ামী লীগকে নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, ১৬ বছর পর আসা এই নির্বাচন শুধুই ভোট নয়, এটি একটি গণভোট। তাই জনগণকে সচেতন থেকে বিচার-বিবেচনার ভিত্তিতে ভোট দিতে হবে।
শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডে এনসিপি আয়োজিত নির্বাচনী জনসভায় নাহিদ ইসলাম বিএনপির কূটকৌশলের বিষয়েও সতর্ক করে বলেন, ‘একটি দল সারাদেশে ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণহারে মামলা করেছে, এখন নির্বাচনের সময় এসে বলছে মামলা তুলে নেবে।’ এতে সকলকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় তিনি মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী প্রীতম দাসের পক্ষে ভোটের আহ্বান জানান। প্রীতম দাস বক্তব্যে বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জের মানুষের সুবিধার জন্য আগে অনেক কাজ করেছেন তিনি। নির্বাচনে জয়ী হলে চা শ্রমিকসহ এলাকার উন্নয়নে মডেল এলাকা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সভার শেষে শ্রীমঙ্গল শহরের প্রধান সড়কগুলোতে নির্বাচনী প্রচার মিছিলও অনুষ্ঠিত হয়।