Image description

বাংলাদেশে দুর্নীতি রন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীরা জয়ী হলে দেশে আর কোনো দুর্নীতি থাকবে না। শিক্ষা, চিকিৎসা, কৃষি, প্রশাসনসহ রাষ্ট্রের সর্বস্তরে দুর্নীতি বন্ধ হলেই দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত হবে।’

বৃহস্পতিবার (২৯ জানুয়ার) বিকেলে রংপুর নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

রেজাউল করীম বলেন, দেশের মানুষ দুর্নীতিতে অতিষ্ঠ। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি থেকে শুরু করে চাকরি, চিকিৎসা, কৃষি সহায়তা-সবখানেই ঘুষ ও অনিয়ম। এই দুর্নীতিবাজ রাষ্ট্রব্যবস্থা দিয়ে কখনোই জনগণের কল্যাণ সম্ভব নয়। ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে আল্লাহর আইনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে, যেখানে দুর্নীতির কোনো জায়গা থাকবে না।

তিনি বলেন, দেশের অন্যান্য রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন করে, আর ইসলামী আন্দোলন নির্বাচন করে দেশ ও জাতিকে দুর্নীতিমুক্ত করার জন্য। আমরা ক্ষমতার লোভে নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য রাজনীতি করি।

 

জামায়াত প্রসঙ্গে ইসলামী আন্দোলনের আমির বলেন, জামায়াত তাদের অঙ্গীকার ভঙ্গ করেছে। শরিয়াহভিত্তিক রাষ্ট্র পরিচালনার প্রশ্নে তারা আপস করেছে।

ফলে ইসলামী আন্দোলনই একমাত্র রাজনৈতিক দল, যারা আপসহীনভাবে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনার অঙ্গীকার নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

 

তিনি বলেন, ইসলামী শাসনব্যবস্থায় শাসক ও জনগণ সবাই আইনের আওতায় থাকবে। কেউ আইনের ঊর্ধ্বে থাকবে না। যখন শাসক আল্লাহকে ভয় করবে, তখন রাষ্ট্রে দুর্নীতি, লুটপাট ও অবিচার থাকবে না।

রংপুর মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মহানগর সেক্রেটারি আমিরুজ্জামান পিয়ালসহ দলের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

 

সমাবেশে রংপুর মহানগর ও জেলার বিভিন্ন থানা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে।