ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা ময়দানে বিএনপির নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। ইতিমধ্যে মঞ্চও প্রস্তুত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এই জনসভা শুরু হওয়ার কথা রয়েছে।
জনসভা ঘিরে সকাল সাড়ে ৮টা থেকে রাজশাহী জেলার বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে আসছেন। তাদের হাতে রয়েছে জাতীয় ও দলীয় পতাকা এবং মাথায় দলীয় ব্যান্ড। তারা দলীয় স্লোগান দেয়ার পাশাপাশি তারেক রহমানের রাজশাহীতে আগমনে স্বাগত জানিয়েও স্লোগান দিচ্ছেন। ওদিকে জনসভা ঘিরে মাদ্রাসা ময়দানসহ এর আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
দুপুর ২টার দিকে জনসভায় উপস্থিত হওয়ার কথা হয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। রাজশাহী বিভাগ বিএনপির উদ্যোগে এই জনসভায় সভাপতিত্ব করবেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ এবং সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিটন।
উত্তরাঞ্চলে আজ থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করছেন বিএনপির চেয়ারম্যান। তিন দিনের এই প্রচারাভিযানে আজ দুপুরে তিনি রাজশাহী মাদ্রাসা ময়দানের জনসভায় বক্তব্য রাখবেন। বিকাল সাড়ে ৫টায় নওগাঁর এটিম মাঠে এবং রাত সাড়ে ৭টায় বগুড়া আলফাতুন্নেসা খেলার মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।
বিএনপি চেয়ারম্যানের তিনদিনের কর্মসূচির মধ্যে আছে ৩০ জানুয়ারি ৩টা ৪৫ মিনিটে রংপুরের পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত, সাড়ে ৪টায় রংপুর ঈদগাহ মাঠে, ৩১ জানুয়ারি বেলা ২টায় বিসিক শিল্প পার্কে, ৪টায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনী জনসভা। এই সফরকালে দু’দিন বগুড়ায় হোটেল নাজ গার্ডনে রাত্রিযাপন করবেন বিএনপি চেয়ারম্যান।
গত ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান।