Image description

দীর্ঘ বিরতির পর আজ বৃহস্পতিবার রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরকে ঘিরে এসব অঞ্চলে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তিনি একাধিক জনসভা ও পথসভায় বক্তব্য দেবেন।

বিএনপির মিডিয়া সেলের সূত্র জানায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে তারেক রহমান রাজশাহীতে পৌঁছাবেন। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিএনপির আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। এ সময় তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চাইবেন। একই সঙ্গে রাজশাহী অঞ্চলের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরবেন। এ উপলক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতির কথা জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ।


দীর্ঘ ১৯ বছর পর ঘরের ছেলে বগুড়ায়

 

দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার বিকালে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি। এ উপলক্ষ্যে বগুড়ায় ব্যাপক প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে জেলা বিএনপি।

বগুড়ার সন্তান হিসেবে ঘরের ছেলে ঘরে আসছেন দীর্ঘ ১৯ বছর পর। তারেক রহমানের প্রতি এ অঞ্চলের মানুষের আবেগ ও ভালোবাসা অনেক। জনগণ তারেক রহমানের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। জনসভায় তারেক রহমান ভবিষ্যত্ বাংলাদেশের রূপরেখা তুলে ধরবেন।

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জানান, দলের চেয়ারম্যান তারেক রহমান আজ রাজশাহী ও নওগাঁয় আয়োজিত জনসভা শেষে বগুড়ার দিকে রওনা দেবেন। আসার পথে বগুড়ার দুপচাঁচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য দেবেন। রাত ৮টার দিকে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন। তিনি বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে বগুড়ায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা বিরাজ করছে। তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বিএনপি চেয়ারম্যান হিসেবে দলের নির্বাচনি অঙ্গীকারগুলো বগুড়ার জনসমক্ষে তুলে ধরবেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সূত্র জানায়, নির্বাচনি জনসভায় যোগ দিতে তারেক রহমান আজ প্রথমে রাজশাহীতে যাবেন। দুপুর সাড়ে ১২টায় তিনি রাজশাহীতে পৌঁছাবেন। ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা ময়দানে আয়োজিত জনসভায় যোগ দেবেন। সেখানে তিনি প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দেবেন। বিকালে তিনি নওগাঁয় আরেকটি জনসভায় অংশ নেবেন।

নওগাঁর জনসভা শেষে বিএনপি চেয়ারম্যান বগুড়ার উদ্দেশে রওনা দেবেন। পথে দুপচাঁচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য দেবেন। এরপর রাত ৮টায় বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনি জনসভায় বগুড়াবাসীর উদ্দেশে কথা বলবেন। জনসভা শেষে শহরতলির ছিলিমপুর এলাকায় চার তারকা হোটেল নাজ গার্ডেনে বৃহস্পতিবার ও শুক্রবার রাতযাপন করবেন।

শুক্রবার নিজের নির্বাচনী এলাকা বগুড়া-৬ (সদর) আসনে প্রচারণায় অংশ নেবেন। পরে গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে জিয়াবাড়িতে যাবেন। পথে গাবতলী ও শাজাহানপুরে পথসভায় তার ভাষণ দেয়ার কথা রয়েছে।

তারেক রহমানের আগমন উপলক্ষে হোটেল নাজ গার্ডেন সাজানো হয়েছে নান্দনিক সাজে। নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নিজস্ব নিরাপত্তাকর্মী ছাড়াও প্রশাসনের পক্ষ থেকেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

হোটেলটির মালিক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মোহাম্মদ শোকরানা বলেন, নাজ গার্ডেন গড়ে তোলা হয়েছিল বিএনপির চেয়ারম্যানের উৎসাহ ও অনুপ্রেরণায়। দীর্ঘ ২০ বছর পর তিনি বগুড়া সফরে এসে রাত যাপনের জন্য নাজ গার্ডেনের আতিথেয়তা গ্রহণে সম্মতি দেয়ায় তারা আনন্দিত ও উচ্ছ্বসিত। তার আগমন ঘিরে হোটেলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তারেক রহমানের জন্য দুটি প্রেসিডেন্সি স্যুইট কক্ষ এবং সফরসঙ্গীদের জন্য অন্য ১০০ কক্ষ খালি রাখা হয়েছে।

বগুড়া জেলা বিএনপির নেতারা বলছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্য মানুষ অপেক্ষা করছে। তিনি বগুড়া-৬ আসনে প্রার্থী হওয়ায় মানুষের প্রত্যাশা আরো বেড়ে গেছে। বিগত প্রায় দেড় যুগ চাওয়া-পাওয়া থেকে বঞ্চিত বগুড়াবাসী এখন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করছে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বগুড়াবাসীর স্বপ্ন এক এক করে পূরণ হতে পারে বলে আশায় বুক বেঁধে আছেন।

স্থানীয় বিএনপি নেতারা জানান, বগুড়া সফরে তারেক রহমান বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ, শহরের দত্তবাড়ী এলাকায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল ও জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন করবেন। এরপর ৩০ জানুয়ারি সকালে বগুড়া শহরের চারমাথা, বারপুর ও সাবগ্রামসহ তার নির্বাচনী এলাকায় গণসংযোগ করবেন এবং বিভিন্ন পথসভায় বক্তব্য দেবেন। এদিন তিনি বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে পথসভায় বক্তব্য দেবেন। সেখান থেকে পৈতৃক ভিটা গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে জিয়াবাড়িতে যাবেন। পরে বগুড়া শহরে ফিরে রাত যাপন করবেন। ৩১ জানুয়ারি সকালে তিনি রংপুরের উদ্দেশে রওনা করবেন।

এদিকে বগুড়ায় তারেক রহমানের নির্বাচনী জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে দলটি। শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন করে ব্যানার-ফেস্টুন টানানো হয়েছে। মূল মঞ্চের নির্মাণকাজ শেষ করা হয়েছে। রাতে জনসভা হওয়ার কারণে বসানো হয়েছে লাইট। থাকছে মাইক, সাউন্ড বক্স ও মোড়ে মোড়ে আলোর ব্যবস্থা। তারেক রহমানের আগমনে বগুড়ার ভোটার ও সমর্থকরা উচ্ছ্বসিত। এর আগে ১১ জানুয়ারি বগুড়ায় যাওয়ার কথা ছিল তার। কিন্তু নির্বাচন কমিশনের অনুরোধে শেষ পর্যন্ত বিএনপি চেয়ারম্যানের সেই সফর স্থগিত করা হয়।

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, প্রায় ২ লাখ মানুষের সমাগম হবে জনসভায়। তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তার এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দলীয় সূত্র জানায়, ঢাকা-১৭ আসনের পাশাপাশি বগুড়া-৬ আসনে প্রার্থী হয়েছেন তারেক রহমান। ২০০৮ সাল পর্যন্ত সবক’টি নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন। এর মধ্যে ১৯৯৬ থেকে ২০০৮ পর্যন্ত চারবার সংসদ সদস্য হন খালেদা জিয়া। তার মৃত্যুর পর এবারই প্রথম তারেক রহমান প্রার্থী হয়েছেন।এদিকে, তারেক রহমানের নির্বাচনি জনসভা সফল করতে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ প্রস্তুত করা হচ্ছে। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে নেতাকর্মীরা মাঠের তদারকি করছেন।

শীর্ষনিউজ