Image description
 

আসন্ন সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকেই পাবনা-১ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের কথার লড়াইয়ে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে নির্বাচনি মাঠ। এ উত্তাপ আরো বেড়েছে সাবেক সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ নেতা অধ্যাপক আবু সাইয়িদের বিএনপিতে যোগদানের ফলে।

 

স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপিতে যোগ দেওয়ার পর আবু সাইয়িদ আসনটিতে বিএনপি প্রার্থী শামসুর রহমানকে বিজয়ী করতে সর্বশক্তি নিয়ে মাঠে নামার ঘোষণাও দিয়েছেন। জামায়াতের সাবেক আমির মরহুম মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এ আসনে দলটির প্রার্থী।

 

জামায়াত প্রার্থী মোমেনের অভিযোগ, অধ্যাপক আবু সাইয়িদকে দলে নিয়ে বিএনপি ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে। এ ধরনের তৎপরতা প্রতিহতের ঘোষণাও দেন তিনি।

এদিকে, সীমানা জটিলতা নিরসনের পর নতুন তফসিল অনুযায়ী গত মঙ্গলবার পাবনা-১ ও ২ আসনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফা প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

প্রতীক পাওয়ার পর নাজিবুর রহমান মোমেন বলেন, ফ্যাসিবাদের দোসর আবু সাইয়িদকে নির্বাচনি মাঠে নামিয়ে পরিবেশ নষ্টের চেষ্টা চলছে। আগামী ৩১ জানুয়ারি মোটরসাইকেল শোভাযাত্রায় তাকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা গণমানুষের সঙ্গে প্রতারণা। এ বিষয়ে প্রশাসন ব্যবস্থা না নিলে জনরোষ সৃষ্টি হলে তার দায় প্রশাসনকেই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

অভিযোগ অস্বীকার করে বিএনপি মনোনীত প্রার্থী শামসুর রহমান বলেন, অধ্যাপক আবু সাইয়িদ ফ্যাসিবাদী নন। তিনি দীর্ঘদিন ফ্যাসিবাদী দল থেকে দূরে ছিলেন এবং ধানের শীষ প্রতীকে নির্বাচনও করেছেন। একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। তার যোগদানে বিএনপি আরো শক্তিশালী হয়েছ।