Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রচার। ভোটারদের সমর্থন পেতে দলগুলো বেছে নিচ্ছে প্রচারণার বিভিন্ন ধরন ও মাধ্যম। সেই তালিকায় এবারে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।

 

এআই চরিত্রগুলো বলছে তারা কোথায় ভোট দেবে। শুধু তাই নয়, অন্যদেরও তাদের পছন্দের মার্কায় ভোট দিতে আহ্বান জানাচ্ছে। প্রতিপক্ষ রাজনৈতিক দল বা দলের নেতাদের নিয়ে বিষোদগার করতেও দেখা গেছে এসব এআই চরিত্রকে। সাধারণ ব্যবহারকারীদের অনেকেই এদের বাস্তব বা আসল ভেবে বিভিন্ন মন্তব্য করছেন।

 

জামায়াতের বিরুদ্ধে এআই ভিডিও প্রচার করছে এমন ৮ টি ফেসবুক পেজ খুঁজে পাওয়া যায়। পেজগুলো হলো- JokeVerse, Politics Paheli, জাতিস্বর, মিম নেতা, মগবাজার ২.০, Next Bangladesh Network, Next Insight Network - নেক্সট ইনসাইট নেটওয়ার্ক, Bangladesh Unity Network

সামাজিক মাধ্যমে এ ধরনের কার্যক্রম চালানো এমনই এক ফেসবুক পেজের নাম JokeVerse । এই প্রতিবেদন লেখা পর্যন্ত পেজটির ফলোয়ার সংখ্যা ১৩ হাজার। 

JokeVerse পেজের ১৬ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যাচ্ছে বয়স্ক এক লোক জনসভায় রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। তিনি বলছেন, "ভাই বাবারা আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন। গরীব-দুঃখী অসহায় নির্যাতিত-নিপীড়িত মানুষের দল হচ্ছে বিএনপি। বিএনপি সরকার গঠন করলে দেশে দুর্নীতি বন্ধ হবে। দাঁড়িপাল্লায় ভুলেও ভোট দেবেন না ভাই বাবারা। জামায়াত শিবিরের লোকেরাই রাজাকার মীরজাফর বেঈমান, তারাই বিশ্বাসঘাতক ভুট্টো।"

 

ভিন্ন আর একটি ভিডিওতে বলতে শোনা যায়, "ভোটের আর মাত্র কয়েকটা দিন বাকি। জামায়াত শিবিরের লোকজন আমাদের ওপর এত অত্যাচার এত নির্যাতন করতেছে। তারা বারবার হুমকি দিচ্ছে যে, যদি আমরা দাঁড়িপাল্লাকে ভোট না দিই, তাহলে তারা ভোটকেন্দ্রে আমাদের অবস্থা খারাপ করে দেবে। কিন্তু ধানের শীষে ভোট দেওয়া কি অপরাধ? যত হুমকি আর নির্যাতন করুক না কেন, আমরা সবাই ধানের শীষে ভোট দেব। গরিব-দুঃখী অসহায় নির্যাতিত মানুষের মার্কা ধানের শীষ। প্লিজ ধানের শীষে ভোট দেবেন ভাই বাবারা।"

 

উক্ত পেজে যতগুল ভিডিও আছে সব ভিডিওতে জামায়াতকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে এবং বিএনপির পক্ষে প্রচারণা করা হচ্ছে।

Politics Paheli নামের পেজ থেকেও জামায়াতকে জড়িয়ে এআই ভিডিও প্রচার করা হয়। ২৩ সেকেন্ডের একটি ভিডিওতে এক লোককে বলতে শোনা যায়, "ক্ষমতা জয়ে হঠাৎ মরিয়া জামায়াত ও বিএনপি। যেনতেনভাবে গদি চাই ই চাই। এই দুই দলের হঠাৎ মাখামাখি দেখে জনমনে প্রশ্ন, এরা কি রাষ্ট্র মেরামতের জন্য জোট বাঁধছে? নাকি ক্ষমতা দখল করে দেশটাকে ভাগবাটোয়ারা করে বেচে খাওয়ার ফন্দি আঁটছে। রাজনীতিতে এদের এই অদ্ভুত কোলাকুলি দেখে মনে হচ্ছে, এরা আসলে জনসেবা করতে আসেনি, এসেছে যেন দেশটাকে প্লেটে তুলতে।"

 

Politics Paheli পেজের পূর্ববর্তী পোস্টগুলো লক্ষ্য করলে দেখা যায় তারা বিএনপির পক্ষে এবং জামায়াতের বিপক্ষে প্রচারণা করছে।



Next Bangladesh Network, Next Insight Network - নেক্সট ইনসাইট নেটওয়ার্ক, Bangladesh Unity Network এই তিনটি পেজ থেকে একই ধরনের পোস্ট করা হয় নিয়মিত। সর্বশেষ ভিডিওতে এক বৃদ্ধ ও এক যুবককে বলতে শোনা যায়, — "চাচি ভোট দিবে পাল্লায়, জান্নাত দিবে আল্লাহয়।" — "আরে ভণ্ড মুনাফেক! জান্নাত আল্লাহ দিবে মরার পর। দুনিয়াতে আমার জন্য কী করবি? বিএনপি তো বলছে ফ্যামিলিকার্ড দিবে। দেশের জন্য জামায়াত কী করবে?"

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রতিনিধিরা। বিএনপি কিংবা ছাত্রদল সমর্থক কয়েকটি প্রোপাগাণ্ডা ফেসবুক পেইজের পরিচালকরা মূলত ক্ষুব্ধ হন তারেক রহমানের সঙ্গে ডাকসু বা শিবির নেতাদের সাক্ষাতে। তারা নিজেদের পেইজের কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। এসব পেইজ যেমন বিএনপির পক্ষে প্রচারণা চালায় তেমনি জামায়াত-শিবিরের বিরুদ্ধে নিয়মিত গুজবও প্রচার করে থাকে। 

 

Next Bangladesh Network, Next Insight Network - নেক্সট ইনসাইট নেটওয়ার্ক পেজ থেকেও তারা অভিমান করে পোস্টে লেখেন, “যে সাদিক কায়েম কয়দিন আগে আমাদের নামে মামলা করেছিল, সে আজ তারেক রহমানের সান্নিধ্য পেয়েছে,এর বেশি আর কিছু বলবো না।” 

 

দেখুন এখানে, এখানে

মগবাজার ২.০ পেজ থেকেও নিয়মিত জামায়াত শিবিরের বিপক্ষে এবং বিএনপির পক্ষে প্রচারণা করতে দেখা যায়। উক্ত পেজের সর্বশেষ পোস্টে দেখা যায় এআই চরিত্রের এক হুজুর বক্তব্য দিচ্ছেন। তাকে বলতে শোনা যায়, "জামায়াত একটি ধোঁকাবাজ দল। একবার পিআর চায়, আবার জান্নাতের টিকিট বিক্রি করে বিকাশ নম্বর নেয়। ইসলামের ভোট এক বাক্সে বলে চরমোনাইকে বের করে দেয়, তাই মুনাফেক জামায়াত।"

জামায়াত-শিবিরের বিপক্ষে এবং বিএনপির পক্ষে নিয়মিত প্রচারণা করতে দেখা যায় জাতিস্বর পেজটিকে। পেজের একটি ভিডিওতে এআই চরিত্রের এক হুজুরকে বলতে শোনা যায়, "ভায়েরা, জামায়াতের নামের শেষে ইসলাম যোগ করে পবিত্র ইসলাম ধর্মের অবমাননা করা ঠিক না। আজ থেকে জামায়াতের নতুন নাম বাংলাদেশ জামায়াত।"

 

মিম নেতা পেজ থেকেও একই ধরনের প্রচারণা করা হয়। পেজের ভিডিওগুলো লক্ষ্য করলে দেখা যায় এআই দিয়ে তৈরি ভিডিও এবং বিভিন্ন বক্তার বক্তব্যের কাটপিস ব্যাবহার করে জামায়াতের বিরুদ্ধে কাম্পেইন করছে। 

 

উক্ত পেজের একটি ভিডিওতে এক যুবককে বলতে শোনা যায়, "বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো শিবির নেতার জয় হয় নাই। যারা হয়েছে তারা সবাই ছাত্রলীগের কোনো না কোনো কর্মী ছিল। বিশ্বাস হয় না? দেখুন তাহলে…”

 

এসব পেইজ যে কেবল এআই ভিডিওই প্রচার করে তা নয়। পেইজগুলোর কন্টেন্ট বিশ্লেষণ করে দেখা গেছে নিয়মিত জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের বিরুদ্ধে এডিট করা ফটোকার্ড, মিথ্য খবর ও নেতাদের বক্তব্যের অংশ বিশেষ কেটে বিভ্রান্তিকর ভাবে প্রচার করে পেইজগুলো। প্রায়ই একই কুৎসামূলক এআই ভিডিও ও ভুয়া ফটোকার্ড একযোগে প্রচার করতে দেখা যায় পেইজগুলো থেকে।