Image description

গাজায় নিয়ে যাওয়া সমস্ত বন্দীকে পাওয়ার পর সুর পাল্টেছে ইসরাইল। গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপে যেতে হামাসকে পুরোপুরি নিরস্ত্র হতে হবে—এমন অবস্থান নিয়েছে ইসরাইল।

ইসরাইল এখন বলছে যে হামাস সম্পূর্ণরূপে নিরস্ত্র না করা পর্যন্ত যুদ্ধবিরতির শর্তাবলী এগোবে না।

এদিকে হামাস প্রকাশ্যে অস্ত্র জমা দিতে অস্বীকৃতি জানিয়েছে। হামাসের দুই কর্মকর্তা এই সপ্তাহে রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্র বা মধ্যস্থতাকারীরা তাদের কাছে এখনো কোনো বিস্তারিত ও সুনির্দিষ্ট নিরস্ত্রীকরণ প্রস্তাব উপস্থাপন করেনি।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার মন্ত্রী এবং ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান আভি ডিখটার সতর্ক করে বলেছেন, নিরস্ত্রীকরণ নিয়ে বিরোধ গাজায় আবারও যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে পারে।

ডিখটার রয়টার্সকে বলেন, ‘আমাদের গাজায় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে।’ তিনি জানান, নিরস্ত্রীকরণ ইস্যু ‘ইসরাইলি সেনাদের দ্বারা কঠিন পথে সমাধান করতে হবে।’

অন্যদিকে, গত সপ্তাহে হোয়াইট হাউস প্রকাশিত একটি নথি অনুযায়ী, ট্রাম্প প্রশাসন গাজায় ভারী অস্ত্র অবিলম্বে বাতিল করতে চায়। পাশাপাশি ‘ব্যক্তিগত অস্ত্র নিবন্ধিত করে পর্যায়ক্রমে বাতিল’ করার প্রস্তাব রয়েছে—যাতে একটি অন্তর্বর্তীকালীন টেকনোক্র্যাটিক প্রশাসনের অধীনে পুলিশ বাহিনী ‘ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়।’

সূত্র: আলজাজিরা