বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে বিশ্ব ক্রিকেটে তোলপাড় শুরু হয়েছে। এর মাঝে একদিন আগে বিশ্বকাপের দল ঘোষণা করলেও বয়কটের ইঙ্গিত দিয়ে রেখেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তবে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্তটি তিনি দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের হাতে ছেড়ে দিয়েছিলেন।
চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আজ সোমবার (২৬ জানুয়ারি) শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেন পিসিবি চেয়ারম্যান। বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হওয়া সেই বৈঠকেই শেষ পর্যন্ত বিশ্বকাপ বয়কট না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তারা ম্যাচগুলো প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে অনুরোধ করেছিল। তবে বিশ্ব ক্রিকেট সংস্থা কোনো নিরাপত্তা শঙ্কা খুঁজে না পাওয়ায় বাংলাদেশকে সিদ্ধান্ত পাল্টানোর আহ্বান জানায়। অন্যথায় বিশ্বকাপ থেকে বাদ পড়ার হুমকি দেওয়া হয়। বাংলাদেশ নিজেদের সিদ্ধান্তে অটল থাকায় শেষ পর্যন্ত তাদের সরিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ করে দেয় ক্রিকেটের শীর্ষ সংস্থা।
এই পুরোটা সময় পাকিস্তান বাংলাদেশের পাশে ছিল। সবশেষ বোর্ড প্রধান মহসিন নাকভি জানিয়েছিলেন, তাঁরাও বিশ্বকাপ বয়কটের চিন্তাভাবনা করছেন এবং সবকিছু সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আজ প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পিসিবি প্রধানের মধ্যকার বৈঠকে সব জল্পনার অবসান ঘটিয়ে অংশগ্রহণের পক্ষেই সিদ্ধান্ত এলো।