পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের শতাধিক নারী কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের উদ্যোগে একযোগে যোগদান ও নির্বাচনী সেন্টার কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিপুলসংখ্যক নারী কর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ সোহাগ। এছাড়াও উপস্থিত ছিলেন রাজিব রায়হান, নেছারাবাদ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়া, বলদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রুহুল আমীন মিয়া, সদস্য সচিব সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
তাদের নেতৃত্বে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুর-২ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমনের সমর্থনে নির্বাচনী সেন্টার কমিটি গঠন করা হয়।
নবযোগদানকারী নারী কর্মীরা তাদের বক্তব্যে বলেন, “বিএনপির গণতান্ত্রিক আদর্শ, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এবং দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা আমাদের নতুনভাবে অনুপ্রাণিত করেছে।”
তারা আরও জানান, অতীতের রাজনৈতিক বিভ্রান্তি থেকে বেরিয়ে এসে এখন তারা বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সর্বাত্মক ভূমিকা রাখবেন।
অনুষ্ঠান শেষে বিএনপি নেতৃবৃন্দ নবযোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন। পুরো অনুষ্ঠানজুড়ে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়।