ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীসহ ১১ দলের মধ্যে আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে। তবে এ উপলক্ষে ডাকা সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফজলুল করিম মারুফ। তিনি জানান, দলটি এ মুহূর্তে সংবাদ সম্মেলনে যোগ দিচ্ছে না।
এদিকে, একই দিন রাত সোয়া ৮টায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানায়, নির্বাচনি সমঝোতা ইস্যুতে দলের নিজস্ব অবস্থান স্পষ্ট করতে শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় একটি প্রেস ব্রিফিং আয়োজন করা হবে।
অন্যদিকে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ১১ দলীয় জোটের পূর্বঘোষিত সংবাদ সম্মেলন শুরু হয়েছে। সেখানে আসন সমঝোতা সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে বলে জানা গেছে।