Image description

প্রবাসীদের জন্য ছাপানো শত শত পোস্টাল ব্যালট কিভাবে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতাদের কাছে গেল, এটা কিভাবে বন্টন করা হয়েছে সেসব বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

এর আগে দুপুর ১২টা ৪৫মিনিটে নির্বাচন কমিশন ভবনে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাবেক ভারপ্রাপ্ত নির্বাচন কমিশন সচিব ড. মুহাম্মদ জকরিয়া, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।


শীর্ষনিউজ