ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে আপিলের পঞ্চম দিনে প্রথম ঘণ্টায় ৩৬টি শুনানি হয়েছে। এর মধ্যে ২৮টি মঞ্জুর এবং পাঁচটি নামঞ্জুর করা হয়েছে। প্রার্থী অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার আপিলও নামঞ্জুর হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা একটি আপিল বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পেন্ডিং রাখা হয়েছে। আর আপিলের বাদী অনুপস্থিত ছিলেন দুটির।
আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুনানি শুরু হয়। এতে দেখা যায়, রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আল-সাআদের জমা দেওয়া ভোটার তালিকা থেকে দৈবচয়নে ১০ জনের একজনকেও যাচাই করা যায়নি। এ কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে।
মানিকগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল আলী বেপারীর ভোটার তালিকা থেকে দৈবচয়নে ১০ জনের মধ্যে ৮ জনকে যাচাই করা যায়নি। এতে তারও মনোনয়ন বাতিল করা হয়েছে। সিরাজগঞ্জ-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. হুমায়ুন কবিরের মনোনয়নও বাতিল করা হয়েছে একই কারণে।
ঋণখেলাপির দায়ে চট্টগ্রাম-১৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরীর মনোনয়নও বাতিল করেছে কমিশন। কুমিল্লা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা আব্দুল মতিনের মনোনয়ন বৈধতার আপিলে দলটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার আপিল নামঞ্জুর করে আব্দুল মতিনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।