Image description

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে আসন সমঝোতা করা দল গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনটি ছেড়ে দিয়েছে বিএনপি। এ আসনে বিএনপি কোনো প্রার্থী না দিলেও হাসান মামুন নামে দলটির এক নেতা বিদ্রোহী হয়ে উঠেছেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। যার কারণে তাকে বহিষ্কারও করেছে বিএনপি।

বহিষ্কারের পরও হাসান মামুন হাল ছাড়ছেন না। ভিপি নুরের প্রতিদ্বন্দ্বী হয়ে এ আসনে লড়বেনই। তার এ আগ্রহের বিষয়টি তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ২০২৪ সালেই জানিয়েছিলেন বলে জানিয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ বিষয়ে জানিয়ে মুখ খুলেছেন।

ফেসবুকে হাসান মামুন লিখেছেন, আলহামদুলিল্লাহ- ২০২৪ সালের অক্টোবর মাসেই আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে বলে এসেছি- বিএনপির মনোনয়ন না পেলে দল থেকে পদত্যাগ করে, আমি স্বতন্ত্র নির্বাচন করব।

তিনি আরও বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনে আপনি আমাকে দল থেকে বহিষ্কার করতে পারেন। আপনার সকল সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল।

এর আগে, গত ৩১ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করায় জাতীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হাসান মামুনকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়া সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থি। তাই দলকে শক্তিশালী ও শৃঙ্খলাবদ্ধ রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেন বিএনপির প্রভাবশালী নেতা হাসান মামুন। তার এই সিদ্ধান্ত ঘিরে এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।