সুনামগঞ্জ-৫ আসনের নির্বাচন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী। এ আসনে বিএনপি’র দলীয় প্রার্থী কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন। তিনি এ আসনের সাবেক এমপি। এবারের নির্বাচনে মিজান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর আগে তিনি দলীয় ফোরামেও মনোনয়ন চেয়েছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে মিজান স্বতন্ত্র প্রার্থী হলেও তাকে দল থেকে বহিষ্কার করা হয়নি। শনিবার মিজান তার ফেসবুকের ভ্যারিফাইড আইডিতে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এ সময় বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের একটি ছবিও আপলোড করেছেন।
মিজান লিখেছেন- ‘আমি আপনাদের ভালোবাসায় সাড়া দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোয়নপত্র দাখিল করেছিলাম। কিন্তু আমার শ্রদ্ধেয় অভিভাবক বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাকে গতকাল তার গুলশান কার্যালয়ে ডেকে দল ও দেশের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেছেন। আপনাদের ভালোবাসা ও আবেগ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তবুও দলের সর্বোচ্চ নীতি নির্ধারকের অনুরোধ উপেক্ষা করা আমার জন্য অনেক কঠিন। এমতাবস্থায় আমি আমার মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও লেখেন- ‘জানি আমার এই সিদ্ধান্তে অনেকেই মনে কষ্ট পাবেন, বিরক্ত হবেন। কারণ ইতিমধ্যে আমার জন্য আপনারা অসম্ভব ত্যাগ স্বীকার করেছেন। আমি আপনাদের সীমাহীন ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। দেশ ও দলের এই ক্রান্তিলগ্নে দলীয় প্রধানের সিদ্ধান্ত মাথা পেতে নিয়েছি। সুপ্রিয় ভাই ও বন্ধুগণ- আমি মিজান চৌধুরী আপনাদের মিজান চৌধুরী। অতীতে যেভাবে আমি আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলাম। ভবিষ্যতেও সেভাবে আমাকে আপনারা পাশে পাবেন।
আমি ছাত্রজীবন থেকে শুরু করে দীর্ঘ যুগেরও বেশি সময় জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিতে সক্রিয় রয়েছি। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার রাজনৈতিক আদর্শ। আপসহীন দেশনেত্রী গণতন্ত্রের মাতা মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন আমার প্রেরণা। শহীদ জিয়া ও ম্যাডাম জিয়ার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান আমাদের অভিভাবক। আর আপনারা ছাতক ও দোয়ারাবাজারবাসী আমার আত্মার আত্মীয়। দল ও আপনাদের ভালোবাসা নিয়ে আমি বাকি জীবন চলতে চাই।’ এদিকে মিজান চৌধুরী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণে সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি’র প্রার্থী কলিম উদ্দিন মিলন এখন একক প্রার্থী। এবারের নির্বাচনের শুরু থেকেই তিনি ছাতক-দোয়ারাবাজার আসনে মাঠ চষে বেড়াচ্ছেন। আসনের বিএনপি নেতারা জানিয়েছেন- মিজান চৌধুরী প্রার্থী হলে এ আসনে ধানের শীষের ভোট ভাগ-বাটোয়ারা হওয়ার সম্ভাবনা ছিলো। তার সরে যাওয়ার মধ্যদিয়ে ঐক্যবদ্ধভাবে এ আসনে ধানের শীষের পক্ষে সবাই প্রচারণায় নামবেন। এতে দলের ভেতরে শক্তি বাড়বে বলে জানান তারা।