তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংসের পরও জিততে পারেনি রংপুর রাইডার্স। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে হেরে যায় তারা।
রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের চলতি আসরের ২১তম ম্যাচে মুখোমুখি হয় রংপুর-রাজশাহী। এদিন প্রথমে ম্যাচ করে তাওহীদ হৃদয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে ৪ উইকেট হারিয়ে ১৭৮ রান করে রংপুর।
দলের হয়ে ৫৬ বলে ৮টি চার আর ৬টি ছক্কার সাহায্যে ৯৭ রান করেন হৃদয়। তিনি ইনিংস ওপেন করতে নেমে শেষ বল পর্যন্ত খেলেও সেঞ্চুরি করতে পারেননি। ইনিংসের শেষ দিকে ২৯ বলে চারটি চার আর তিন ছক্কার সাহায্যে ৪৪ রান করেন খুশদিল শাহ।
টার্গেট তাড়া করতে নেমে মোহাম্মদ ওয়াসিম এবং নাজমুল হোসেন শান্তর ব্যাটিং তান্ডবে ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী।
৭ উইকেটে জয়ের ম্যাচে দলের হয়ে ৫৯ বলে সাত চার আর ৪টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৮৭ রান করে অপরাজিত থাকেন খুশদিল শাহ। ৪২ বলে ৬টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৭৬ রান করে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।