বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে। মূলত এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মাধ্যমে আমদানি দায় পরিশোধের পর রিজার্ভ কমেছে। বিল পরিশোধের পর রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলার।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, “আকুর বিপরীতে এক দশমিক ৫৩ বিলিয়ন ডলার পরিশোধের পর রিজার্ভ এই পর্যায়ে নেমেছে।”
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, নিয়মিত দ্বিমাসিক বিল নিষ্পত্তির অংশ হিসেবে আকুর কাছে এই অর্থ পরিশোধ করা হয়েছে। এর ফলে সাময়িকভাবে রিজার্ভের ওপর চাপ তৈরি হলেও এটি পূর্বনির্ধারিত লেনদেনের অংশ।
উল্লেখ্য, জাতিসংঘের এশিয়া অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইএসক্যাপ) উদ্যোগে ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর আকু গঠিত হয়। সংস্থাটির সদর দফতর ইরানের তেহরানে অবস্থিত। বাংলাদেশসহ ভারত, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা—এই ৯টি দেশের মধ্যে আঞ্চলিক বাণিজ্য লেনদেন নিষ্পত্তির কাজ করে থাকে আকু।
এর আগে কয়েক দফা আকুর বিল পরিশোধের পর দেশের রিজার্ভ ২৮ বিলিয়নের নিচে নেমে গিয়েছিল।
ভবিষ্যতে রেমিট্যান্স ও রফতানি আয় বাড়লে রিজার্ভে আবারও গতি আসতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টরা।