গোপালগঞ্জে বিএনপির প্রার্থী এস এম জিলানী তার জীবনের নিরাপত্তার আশঙ্কার কথা বলেছেন। এজন্য তিনি নির্বাচনি প্রচারের সময় বুলেট প্রুফ ভেস্ট ব্যবহার করছেন বলেও জানিয়েছেন।
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডবাসীর সঙ্গে বুধবার বিকালে মতবিনিময় করেন। এ সময় তিনি গায়ের চাদর ও পাঞ্জাবি খুলে বুলেট প্রুফ ভেস্ট মানুষকে দেখান।
এস এম জিলানী বলেন, “আমাদের জীবনের হুমকি আছে- এটা সত্যি। দেখেন, আমি বুলেট প্রুফ জ্যাকেট পরে আছি। জানি না কখন কী হয়? তারপরও জনগণের পাশে থাকার ঝুঁকি আমি নিয়েছি।”
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানী যে আসন থেকে নির্বাচন করছেন সেটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও নির্বাচনি আসন।
জিলানী বলেন, “আমি ১৭ বছর ধরে ঝুঁকি নিয়ে রাজনীতি করছি। এই দীর্ঘ সময়েও আমি এলাকা ছাড়িনি। ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়েছি। ২০১৮ সালের নির্বাচনে আমাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। আমি কত ভোট পেতাম, আমি কী জিতে যেতাম? কারাগারে গিয়ে আমার স্ত্রী আমার মনোনয়নপত্রে স্বাক্ষর করে জমা দিয়েছিল। কিন্তু তৎকালীন প্রশাসন আমার মনোনয়নপত্র বাতিল করে দেয়।
“পরে আমার স্ত্রী নির্বাচন কমিশনে আপিল করে মামলা করে আমার মনোনয়নপত্র ফিরিয়ে এনেছিল। নির্বাচনের নামে যে প্রহসন করেছে, আমাকে ১২৩টা ভোট দিয়েছে। লজ্জা নেই আমার। আমি ২০০৮ সালে পাঁচ হাজার ভোট পেয়েছিলাম। ওরা দিয়েছিল, আমি পাইনি।”
মতবিনিময় সভায় কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, কোটালীপাড়া পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার উপস্থিত ছিলেন।