দুর্বৃত্তের গুলিতে চিকিৎসাধীন অবস্থায় নিহত জুলাইযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ থেকে শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। মিছিল শেষে শাহবাগে অবস্থান নিয়েছে তারা।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুর ২টার ১০ মিনিটে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ের এক পাশে অবস্থান নেয়। এ রিপোর্ট লিখা পর্যন্ত যানচলাচল স্বাভাবিক ছিল। এসময় বিক্ষুব্ধরা হাদি হত্যার বিচার দাবিতে ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা হতে দেবো না’, ‘তুমি কে, আমি কে৷ হাদি-হাদি’, ‘উই ওয়ান্ট, জাস্টিস-জাস্টিস’,‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে’, ‘দিল্লী না, ঢাকা-ঢাকা, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘লীগ ধর, জেলে ভর’সহ নানা স্লোগান দিতে দেখা যায়।
এর আগে দুপুর ১টা ৪৫ মিনিটে ঢাবির কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ বের করে ইনকিলাব মঞ্চ। বিক্ষোভটি সমাজিক বিজ্ঞান অনুষদ-ডাকসু-মধুর ক্যান্টিন-কলা ভবন-সূর্য সেন হল-ভিসি চত্বর-টিএসসি-চারুকলা হয়ে শাহবাগে অবস্থান নেয়। বিক্ষোভ শুরুর আগে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে বলা হয়, শাহবাগ শহীদ হাদি চত্বরে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে যোগ দেয়ার জন্য বাংলাদেশের জনগণকে আহ্বান করা হচ্ছে।
শুক্রবার পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হাদি হত্যার বিচার ও রুহের মাগফিরাত কামনা করে শুক্রবার দেশব্যাপী দোয়া-মোনাজাত ও খুতবা প্রদানের আহ্বান জানিয়ে গতকাল বৃহস্পতিবার কর্মসূচি পালনের ঘোষণা দেয় প্লাটফর্মটি।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর শরিফ ওসমান হাদিকে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা গুলি করে। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুর নেয়া হয়। তিনদিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমান ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র। এরপরই বিচার দাবিতে সরব হয়ে ওঠে প্লাটফর্মটি, সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচিও ইতোমধ্যে পালন করেন তারা।
শীর্ষনিউজ