Image description

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মৃত্যুঞ্জয়ী গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দর্শন, আদর্শ ও চিন্তা-চেতনা ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে। তিনি শারীরিকভাবে আমাদের মাঝে না থাকলেও তার রেখে যাওয়া আদর্শই জাতির পথনির্দেশক হয়ে থাকবে।

শুক্রবার সকালে চট্টগ্রামের প্যারেড মাঠে বৌদ্ধ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, দক্ষিণ এশিয়াসহ সারা বিশ্বের মানুষ বেগম খালেদা জিয়ার জন্য শোক প্রকাশ করছে। তার দর্শন ও আদর্শ সবার হৃদয়ে ধারণ করতে হবে। তিনি ছিলেন একজন মহাকাব্যিক ও বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। সব ধর্মের মানুষের সহাবস্থানে বিশ্বাসী এই নেত্রীর চিন্তাধারা আমাদের অনুকরণ ও অনুসরণ করা উচিত। তার আত্মার মাগফিরাত কামনায় সবাইকে দোয়া করার আহ্বান জানান তিনি।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বিএনপি একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়। দীর্ঘদিন ধরে দেশে অস্থিরতা বিরাজ করছে। মানুষের কল্যাণ নিশ্চিত করতে শান্তি ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আক্ষেপ করে বলেন, সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ কমে গেছে এবং ভিন্নমতের প্রতি সম্মান প্রদর্শনের সংস্কৃতি আমরা হারিয়ে ফেলছি।

আগামীর বাংলাদেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে। উন্নয়নের সুফল যেন দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়—সেটিই হওয়া উচিত আমাদের মূল লক্ষ্য।

শীর্ষনিউজ