Salahuddin Ammar (সালাহউদ্দিন আম্মার)- সাধারণ সম্পাদক– রাকসু
মিডিয়া থেকে উধাও শহীদ ওসমান হাদি!
অথচ মিডিয়ার সবচেয়ে বড় ক্ষমতা গভমেন্টকে প্রেশারে ফেলার।
হাদি হত্যার বিচার কোথায়? খুনিকে গ্রেফতার করতে বাধা কোথায়? শহীদ হাদির বিচারের অগ্রগতি কি? বিচারহীনতার ২০তম দিন আজ!
এধরণের শিরোনাম দিয়ে ইন্টেরিমকে ন্যাশনালি, ইন্টারন্যাশনালি চাপে রাখতে পারে মিডিয়া। কাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আসলো!
একটা মিডিয়াও নিউজ করেছে- ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে খুনী হাসিনাসহ খুনীদের ফেরত দেওয়ার জন্য কথা বললো না কেনো ইন্টেরিম?
আমি আসলে জানিনা মিডিয়া পলিসি নিজের মতো করে বানিয়ে নিয়েছে কিনা তারা তবে মিডিয়া জবাবদিহিতার একটা সর্বোচ্চ মাধ্যম হিসেবে জানি।
রাজনৈতিক দলগুলো, আধিপত্যবাদী শক্তিগুলো যেখানে ভয় পাবে সেখানে মিডিয়া উল্টা নম নম করে!
হাদি আজাদীর লড়াই করে গিয়েছে এই মিডিয়া ফ্যাসিজম এবং কালচারাল ফ্যাসিজমের এগেইস্টে গিয়ে তাই হয়তো তাদের চুপ থাকাটাই বুনো উল্লাস।