Image description
 
 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বেগম খালেদা জিয়া আপসহীনতার এক অনন্য প্রতীক হয়ে ইতিহাসে অমর হয়ে থাকবেন। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান এবং বাংলাদেশের মানুষের প্রতি গভীর দায়বদ্ধতার জন্য তিনি একজন লড়াকু ও আপনজন নেত্রী হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।

 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। সেখানে তিনি খালেদা জিয়ার ব্যক্তিগত জীবনের নানা বেদনাদায়ক অধ্যায়ের কথা তুলে ধরে লেখেন, স্বামী শহীদ হয়েছেন, ছোট ছেলে বন্দিদশায় মারা গেছেন এবং বড় ছেলেকে নির্বাসনে যেতে হয়েছে। পরিবারহীন অবস্থায়ও বেগম জিয়া দেশের জনগণকেই নিজের আপনজন হিসেবে গ্রহণ করে বাংলাদেশে থেকে গেছেন। রাজনৈতিক প্রতিপক্ষের কারণে তিনি ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব ও নিঃসঙ্গ হয়ে পড়েন বলেও উল্লেখ করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ আরও লেখেন, সব প্রতিকূলতার মধ্যেও খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার লড়াই থেকে সরে যাননি। নিঃস্ব ও একাকী অবস্থায়ও তিনি বারবার রাজপথে নেমে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দৃঢ় কণ্ঠে প্রতিবাদ জানিয়েছেন।

 

পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘নিঃসঙ্গ শেরপা’ হিসেবে খালেদা জিয়া শেষ পর্যন্ত সব বাধা অতিক্রম করেছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। একই সঙ্গে তিনি প্রয়াত নেত্রীর রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন।