ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া।
রোববার (২৮ ডিসেম্বর) গণমাধ্যমে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে তিনি চূড়ান্ত মনোনয়নের চিঠি সংগ্রহ করেন।
এর আগে এই আসনে সম্ভাব্য মনোনয়ন দেওয়া হয়েছিল সাবেক এমপি মুশফিকুর রহমানকে। তবে নব্বয়োর্ধ্ব বয়সি অসুস্থ নেতাকে মনোনয়ন দেওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। দীর্ঘদিন ধরেই স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করেছেন। অবশেষে যাচাই-বাচাই করে রোববার কবীর আহমেদ ভূঁইয়ার হাতে ধানের শীষ তুলে দিল বিএনপি।