Image description
 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাজধানী ছাড়ছেন দলটির নেতাকর্মীরা।

 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে তারেক রহমানের বক্তব্য শেষ করার পরপরই অনুষ্ঠানস্থল ত্যাগ করা শুরু করেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা নেতাকর্মীরা। 

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে একনজর দেখতে কক্সবাজারের পেকুয়া থেকে এসেছিলেন সোহেল মোশাররফ নামে এক ছাত্রদল কর্মী। তিনি যুগান্তরকে বলেন, তারেক রহমান আমাদের আদর্শ। প্রায় ১৮ বছর পর তিনি দেশে এসেছেন। তাকে একনজর দেখতে এবং সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছি। 

তিনি বলেন, আমার সঙ্গে প্রায় ৫৭ জন এসেছেন। আমরা একদিন আগে এসে অনুষ্ঠানস্থলে অবস্থান করেছি। নির্ঘুম রাত কাটিয়েছি। এখন অনুষ্ঠান শেষ, বাড়ি ফিরে যাচ্ছি।   

একই সঙ্গে আসা পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মারুফুল ইসলাম মারুফ বলেন, তারেক রহমান আমাদের আবেগের নাম। তাকে এক নজর দেখতে এবং সরাসরি তার মুখের বাণী শুনতে ঢাকায় আসা। 

এর আগে, বৃহস্পতিবার বিকাল ৩টা ৫১ মিনিটে মঞ্চে ওঠেন তারেক রহমান। তিনি সংবর্ধনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ৩০০ ফিট স্লোগানে উত্তাল হয়ে ওঠে। তারেক রহমান নেতাকর্মীদের হাত নেড়ে অভিবাদন জানান। 

অনুষ্ঠান শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা তার মা ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান।। এরপর ফেরেন তার গুলশানের বাসায়।