আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নরসিংদীর রায়পুরা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, তৌফিকুর রহমান নামে একজন ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নিয়ম অনুযায়ী তাকে মনোনয়নপত্র সরবরাহ করা হয়েছে।
এর আগে, বুধবার (২৪ ডিসেম্বর) সকালে ব্যারিস্টার তৌফিকুর রহমানের পক্ষে তার ব্যক্তিগত সহকারী (পিএস) সানাউল্লাহ উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
জানা গেছে, ব্যারিস্টার তৌফিকুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেজো বোন আমেনা বেগম এবং শহীদ আবদুর রব সেরনিয়াবাতের নাতি। তার পারিবারিক পরিচয়ের কারণে স্থানীয় ও জাতীয় পর্যায়ে তিনি দীর্ঘদিন ধরেই আলোচিত একটি নাম।