Image description

দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে ‘এক নজর’ দেখে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিএনপির অঙ্গসংগঠন কৃষকদলের কর্মী মোশাররফ। নড়াইল থেকে এসেছেন বলে জানান তিনি।

একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘এক নজর দেখছি, তাতেই খুশি। আমার মনে হইতেছে ঈদের দিন আজকে, ঈদের দিন’।

মোশাররফ বলেন, ‘সারাবছর দেখছি টিভিতে বলছে, ওনার মুখ দিয়ে বলছে আমার আদেশটা পালন করেন। আমরা গণতন্ত্র ফিরায় দেব। সেই আশায় আমরা আন্দোলন করেছি। আজকে তাকে দেখে পরানটা জুড়ায় গেল। আর কোনো দুঃখ নাই।’

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠিত হয় পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে। কুড়িল মোড়সংলগ্ন এলাকায় ৪৮ ফুট বাই ৩৬ ফুটের একটি বিশাল মঞ্চ তৈরি করা হয় এ উপলক্ষে।

সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতানুযায়ী ন্যায্য অধিকার পাবে। আজ সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। আমাদের যেকোনো মূল্যে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। আমরা দেশে শান্তি চাই।

বক্তব্য শেষে তিনি মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের দিকে রওনা দেন।