‘লিডার আসছে-লিডার আসছে’ স্লোগানে প্রকম্পিত গোটা দিনাজপুর শহর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনতার মিছিলে এমন স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো শহর।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সোমবার (২২ ডিসেম্বর) দিনাজপুর জেলা বিএনপি একটি শুভেচ্ছা মিছিল বের করে। বিকাল ৪টায় এ শুভেচ্ছা মিছিলটি বের হয় দিনাজপুর সদর উপজেলা পরিষদ চত্বর থেকে।
বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী এবং সর্বস্তরের জনতার অংশগ্রহণে এটি বিশাল মিছিলে পরিণত হয়।
শুভেচ্ছা মিছিলে ‘লিডার আসছে-লিডার আসছে’, ‘তারেক রহমানের আগমন-শুভেচ্ছা স্বাগতম’- এমন স্লোগানে মুখরিত হয়ে উঠে দিনাজপুর শহর।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির নেতৃত্বে মিছিলটি দিনাজপুর সরকারি কলেজ মোড়, সুইহারী, কালিতলা, মডার্ন মোড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সন্ধ্যায় জেল রোডের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।