Image description

সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের (এসবিএসি) সাবেক পরিচালক ও শেখ হাসিনা পরিষদের সভাপতি ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) রাত ১০টার দিকে বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বাকপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, ‘ডেভিল হান্ট ফেজ-২’ অপারেশনের অংশ হিসেবে যৌথ অভিযান চালিয়ে ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্টের পর বানারীপাড়ায় হওয়া একাধিক রাজনৈতিক মামলায় তার নাম রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ রবিবার দুপুরে এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুল বর্তমানে শেখ হাসিনা পরিষদের সভাপতি এবং শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা। এ ছাড়া তিনি বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতির দায়িত্বে রয়েছেন।