Image description

ধর্মকে ব্যবহার করে যারা মব সন্ত্রাসের জন্য নিয়মিত ইন্ধন দিয়ে যাচ্ছে, তাদেরকে ছাত্রদল প্রতিহত করবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রাকিব বলেন, ৫ আগস্ট পরবর্তী বাস্তবতায় বট বাহিনী এবং ধর্মকে ব্যবহার করে একটি নির্দিষ্ট গোষ্ঠী মব সন্ত্রাসের জন্য নিয়মিত ইন্ধন দিয়ে যাচ্ছে। এই নির্দিষ্ট গোষ্ঠীর ইন্ধনে যারা দেশের বাইরে বসে অনলাইনে যারা ঘৃণা ছড়াচ্ছেন তাদেরকে ছাত্রদল প্রতিহত করবে।

 

তিনি আরও বলেন, ধর্ম নিয়ে রাজনীতি বিভক্তির সৃষ্টি করে। এই মুহূর্তে তা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। ছাত্রদলও তাদের মতন অরাজকতামূলক আচরণ করলে ক্যাম্পাসে কেউ থাকতে পারত না।

শহীদ ওসমান হাদির কবর নিয়ে ছাত্রদলের বিরুদ্ধে যে গুজব ছড়ানো হয়েছে তার প্রতি নিন্দা প্রকাশ করে রাকিব বলেন, এদের অবশ্যই জবাবদিহির আওতায় নিয়ে আসা হবে। হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস বলেন, সারাদেশে মব সংস্কৃতির নামে যে অরাজকতা চলছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিত করতে হবে।

গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে হত্যা এবং ১৯ ডিসেম্বর লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে আগুন দিয়ে তার ৭ বছরের শিশু কন্যা আয়শাকে হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।