Image description

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের কলমযোদ্ধা, গণতন্ত্রের পক্ষে সোচ্চার কণ্ঠস্বর নিউএজ সম্পাদক নুরুল কবিরের ওপর হামলাকারীরা স্পষ্টতই দুর্বৃত্ত। এদের চিহ্নিত করুন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ফেসবুকের একটি পোস্টে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর আরো বলেন, আমাদের জীবনবাজির লড়াইয়ে দুর্বৃত্তদের ফায়দা হাসিল করতে দেব না।

 
আমাদের লড়াই ফ্যাসিস্ট ও ফ্যাসিবাদের বিরুদ্ধে, ইনসাফের পক্ষে।